শনিবার, এপ্রিল ২৭, ২০২৪

ডেঙ্গুতে ৭৫০ জন মারা গেছে

Must read

টুডে বাংলাদেশ: ডেঙ্গু জ্বরে গত ২৪ ঘণ্টায় ১১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ১ জানুয়ারি থেকে ১২ সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৭৫২। এছাড়া গত ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন দুই হাজার ৯৫৬ জন।

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) স্বাস্থ্য জরুরী অপারেশন সেন্টার ও ডেঙ্গু নিয়ন্ত্রণ কক্ষের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদফতর সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ৯৫৬ জন। এর মধ্যে ঢাকার বাসিন্দা ৯১১ জন এবং ঢাকার বাইরে ২ হাজার ৪৫ জন। একই সময়ে মারা যাওয়া ১১ জনের মধ্যে তিনজন ঢাকার এবং আটজন ঢাকার বাইরের।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১২ সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৫৪ হাজার ২২৮ জন। এর মধ্যে রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৮ হাজার ৯৩৭ জন এবং ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৫ হাজার ২৯১ জন।

বছরের একই সময়ে হাসপাতাল থেকে ছাড় পেয়েছেন ১ লাখ ৪৩ হাজার ৪৬১ জন। এর মধ্যে ঢাকার বাসিন্দা ৬৪ হাজার ১৪৮ জন এবং ঢাকার বাইরে ৭৯ হাজার ২৭৭ জন।

এর আগে 2022 সালে, ডেঙ্গুর কারণে 281 জন মারা গিয়েছিল, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ। ওই বছরের শেষ মাস ডিসেম্বরে ডেঙ্গুতে ২৭ জনের মৃত্যু হয়। একই সময়ে আলোচিত বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬২ হাজার ৩৮২ জন।

২০২০ সালে করোনা মহামারির সময় ডেঙ্গুর সংক্রমণ খুব একটা দেখা না গেলেও ২০২১ সালে সারা দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ২৮ হাজার ৪২৯ জন। একই বছর সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১০৫ জনের মৃত্যু হয়।

তারিখ: ১২ সেপ্টেম্বর ২০২৩ইং।

- Advertisement -

More articles

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisement -

Latest article